টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক রাতেই কৃষকের গোয়ালঘর থেকে ১১টি গরু চুরি হয়েছে। এর ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোররাতে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউলী এলাকায় কৃষক জাহিদুল ইসলাম ও তার চাচা আয়নাল খানের গোয়ালঘর থেকে গরুগুলো চুরি হয়।
কৃষক জাহিদুল ইসলাম জানান, সকালে গোয়ালঘরে গিয়ে তিনি দেখতে পান তার ছোট-বড় মিলিয়ে ৬টি গরু এবং তার চাচার ৫টি গরু রাতের অন্ধকারে চোরেরা নিয়ে গেছে। চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা হতে পারে বলে তিনি জানান। তিনি আরও বলেন, গরুগুলো খুঁজে দেখা হচ্ছে এবং এ ঘটনায় ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্র শনাক্ত ও চুরি হওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।











