টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় দুদকের উপ-পরিচালক ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলীম আল রাজী, সহ-সভাপতি মির্জা সাহাদত হোসেন এবং সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।
সভায় সদস্যদের কার্যপরিধি, দায়িত্ব ও দুর্নীতি প্রতিরোধ সম্পর্কিত বিভিন্ন বিষয় মুক্তভাবে আলোচনা করা হয়। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দুর্নীতি কমাতে নীতিমালা বাস্তবায়ন, জনগণকে সচেতন করা এবং পর্যবেক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত প্রদান করেন।










