টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী প্রায় দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। প্রায় এক বছর আগে বিয়ে করেন পার্শবর্তী কাজি বাড়ি গ্রামের নিলা আক্তারকে। সুযোগ বুঝে নিলা আক্তার তার চার মাসের শিশু সন্তান রেখে প্রবাসী স্বামী আবু সাঈদের মোটর সাইকেল, দুই ভরি স্বর্নালংকার, নগদ ১৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে তার পরকীয়া প্রেমিক রাসেলের সাথে।
রাসেল বাসাইল উপজেলার বাথুলি গ্রামের বাসিন্দা। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে আবু সাঈদের মা সালমা বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী প্রায় দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া পর ছুটিতে এসে কালিহাতী উপজেলার কাজিবাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্বামী পরিত্যাক্তা নিলা আক্তারকে (২৮) বিয়ে করেন। তাদের কুল জুড়ে আসে ফুটফুটে এক পুত্র সন্তান। আবু সাঈদ জীবিকার তাগিদে আবার প্রবাসে চলে যায়। আবু সাঈদ প্রবাসে যাওয়ার পরও তার স্ত্রী নিলা আক্তার রামপুর ভাসানী মার্কেটের সিকদার ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো।সমস্ত টাকা পয়সা থাকতো নিলার কাছে।
সম্প্রতি ওই ফ্ল্যাট থেকে তার পরকীয়া প্রেমিক রাসেলের হাত ধরে কোলের শিশুকে মা মাজেদার কাছে রেখে পালিয়ে যায়।
নিলার মা মাজেদা জানান, আমাদের কোন সন্তান ছিল না। নিলা আমাদের পালিত সন্তান। এর আগে বিয়ে দিয়েছিলাম সেখান থেকে চলে এসেছিল। তারপর আবু সাঈদের সাথে বিয়ে দেই। কয়েকদিন আগে ডাক্তারের কাছে যাবে বলে শিশুটিকে আমার কাছে রেখে যায়। তার পর শুনতে পারি। বাথুলীর রাসেলে সাথে চলে গেছে। রাসেলের বাড়িতেও গিয়েছিলাম। তারা বাড়িতে তালা দিয়ে চলে গেছে।
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, আইনগত প্রক্রিয়ায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।










