টাঙ্গাইলের মধুপুরে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পশু সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদ হোসেন।
সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টল অংশগ্রহণ করে। এতে বিভিন্ন গ্রামের খামারিরা তাঁদের ষাঁড়, গাভী, মুরগি, ডিম, দই, দুগ্ধজাত দ্রব্যসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। একই সঙ্গে মধুপুরের নৃগোষ্ঠী গারোদের খাদ্যপণ্য, পোশাক ও ঐতিহ্যবাহী সামগ্রী প্রদর্শনীতে আকর্ষণ সৃষ্টি করে।











