টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণাকে ত্বরান্বিত করতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে দেলদুয়ারে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর নিজ বাসভবনে দেলদুয়ার উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চান খা এবং সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস সভা পরিচালনা করেন।
বক্তৃতা দেন মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ব্যক্তি নয়, দলকে প্রধান্য দিন। দলকে ভালবেসে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব।”
এ সময় দেলদুয়ার উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাদ মিয়া, যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিবলু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।











