টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এবং মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুলতান মিয়া গোড়াই হরিপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ছর্রা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এই ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক ছিলেন।
টাঙ্গাইল জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, “বুধবার বিকেলে হাজতি সুলতান মিয়া বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।”











