টাঙ্গাইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বাদ আছর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ জিয়া স্মৃতি সংসদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আমিনুর রহমান জনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মিজানুর রহমান উজ্জ্বল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হৃদয় সরকার অপু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহপরান রিফাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মসজিদে আগত মুসল্লিরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।











