টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর ও রাতে পরিচালিত এই অভিযান সম্পর্কে সোমবার (১ ডিসেম্বর) টাঙ্গাইল ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
প্রথম অভিযানে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যমুনা পূর্ব সেতু থানাধীন ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়ক সংলগ্ন গোলচত্তরে অভিযান চালায়। অভিযানকালে ধৃত মাদক কারবারি মোঃ আকরাম হোসেন (৪০) জেলা-রাজশাহী, পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলের অয়েল ট্যাংকিতে ৬৬ বোতল ফেন্সিডিল লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
উদ্ধারকৃত ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন ও ২০৯০ টাকা নগদ জব্দ করা হয়। ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য এক লাখ ৮৯ হাজার টাকা।
অপর অভিযানে র্যাব টাঙ্গাইল ক্যাম্পের একটি দল মির্জাপুর থানার গোড়াই বাস স্ট্যান্ডের পাশে তল্লাশী পরিচালনা করে। ধৃত মাদক কারবারি মোঃ জুয়েল খান (৩৮) জেলা-টাঙ্গাইল প্রাইভেটকারে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এক্সরে ফিল্মের প্যাকেটে রাখা ৫৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
ধৃত দুই মাদক কারবারি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।










