চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে এক যুবককে গলায় জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের নাম সোহেল (২৫)। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরবেলায় বেলগাছি সংলগ্ন খরার মাঠে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
নিহতের বাবা আসাবুল হক জানিয়েছেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে একটি পেয়ারা বাগানের গাছ ও পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের বিরোধ হয়েছিল। সেই বিরোধের জের ধরে ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয় এবং অবশেষে তাকে জবাই করে হত্যা করে। তিনি দাবি করেছেন, ‘আমার ছেলে হত্যার বিচার চাই।’
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান বলেন, ‘একজন যুবককে জবাই করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।’











