টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবির হাসান। তিনি বর্তমানে উপজেলা বিএনপির ১নং যুগ্ম সম্পাদক এবং দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার (১ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কবির হাসানকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার স্বেচ্ছায় পদত্যাগ করায় সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে ১নং যুগ্ম সম্পাদক কবির হাসানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।
সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার পদত্যাগ করেন। একই অভিযোগের ভিত্তিতে দলের আরও কয়েকজন নেতা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন।











