টাঙ্গাইলের বাসাইলে শিশুদের বিনোদন ও স্বাস্থ্যসম্মত বিকাশে নতুন সংযোজন হিসেবে উপজেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কোয়ার্টার চত্বরে নবনির্মিত এই শিশু পার্কের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা কৃষি অফিসার শাহজাহান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
শিশুদের নিরাপদ বিনোদনের জন্য গড়ে তোলা এই পার্কটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল শিশুদের জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় অভিভাবকরা মনে করছেন, এই উদ্যোগ শিশুদের মানসিক ও শারীরিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।











