আজ বৃহস্পতিবার ভোর ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১ রিখটার, এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর।
গত দুই সপ্তাহের মধ্যে ঢাকায় অন্তত ৭ দফা কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে প্রায় ৬টির উৎপত্তিস্থলই নরসিংদীতে ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, একাধিক ছোট ভূমিকম্পকে আফটারশক হিসেবে দেখা হচ্ছে।
তিনি বলেন, “দেশে একটি বড় ভূমিকম্পের পর ছোট ছোট মৃদু কম্পনগুলো আমরা আফটারশক হিসেবে পর্যবেক্ষণ করেছি। আপাতত ভবিষ্যতে কেমন ভূমিকম্প হতে পারে তার তথ্য নেই।”
ঢাকার ভূমিকম্প ঝুঁকি জরিপ
ঢাকার দক্ষিণাঞ্চলে ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। রাজধানীর ৩২টি এলাকাতে ভৌত কাঠামো পর্যালোচনা করা হয়েছে। জরিপে অন্তর্ভুক্ত ছিল উত্তরা, গুলশান, ধানমন্ডি, তেজগাঁও, রমনা, শাহবাগ, আজিমপুর, কামরাঙ্গীরচর, লালবাগ, সূত্রাপুর, শ্যামপুর, পল্লবী, কল্যাণপুর, মিরপুর ও গাবতলী।
ফলাফলে দেখা গেছে, ঢাকার দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকা কাঠামোগত দুর্বলতার কারণে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া, উত্তরাঞ্চলের কাফরুল, ইব্রাহিমপুর, কল্যাণপুর, মানিকদী ও গাবতলীও ঝুঁকির আওতায় রয়েছে।











