টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দানবীর সালাউদ্দিন আলমগীরের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য প্রায় ৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রথম ধাপে ২৬ নভেম্বর শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে যাদবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে কম্বল, সুয়েটার ও টুপি উপহার হিসেবে প্রদান করা হয়। স্থানীয় সংগঠক ও স্বেচ্ছাসেবীরা পুরো কার্যক্রমে সহযোগিতা করেন।
এর আগে সখীপুর উপজেলার গজারিয়া, বহেড়াতৈল, কালিয়া, কাকড়াজান ও হতেয়া রাজাবাড়ি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, বাসাইল-সখীপুর এলাকায় মোট দেড় লাখ শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে সালাউদ্দিন আলমগীরের।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা জানান, শীতের তীব্রতা মোকাবিলায় এ উদ্যোগ তাদের বড় সহায়তা দিয়েছে। মানবিক এ কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দানবীর সালাউদ্দিন আলমগীর বলেন, “এলাকার মানুষের প্রতি ভালোবাসা থেকেই শীতবস্ত্র উপহার দেওয়া হচ্ছে। এই উপহারের বিনিময়ে কাউকে ভোট দিতে বলা হবে না। ভোট দেবেন আপনাদের পছন্দের প্রার্থীকে।”











