বিশ্বকাপ মানেই উত্তেজনা আর প্রতীক্ষিত কিছু ক্লাসিক দ্বৈরথ। তার মধ্যে সবার শীর্ষে থাকে ব্রাজিল–আর্জেন্টিনা লড়াই। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর সমর্থকদের প্রথম প্রশ্নই ছিল—দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা কবে হতে পারে?
ড্র অনুযায়ী আর্জেন্টিনা রয়েছে জে গ্রুপে (আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান) আর ব্রাজিল আছে সি গ্রুপে (মরক্কো, হাইতি, স্কটল্যান্ড)। দুই দলই গ্রুপের ফেভারিট এবং নকআউটে উঠার সম্ভাবনা খুবই উজ্জ্বল।
তবে নকআউট ফরম্যাটের জটিলতায় ‘সুপার ক্লাসিকো’ কখন হবে তা অনিশ্চিত।
সমীকরণ অনুযায়ী—
-
দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের আগে দেখা হওয়ার সুযোগ নেই।
-
দুই দলই যদি রানার্সআপ হয়, সেখানেও সেমিফাইনালের আগে মুখোমুখি নয়।
-
একজন চ্যাম্পিয়ন ও অন্যজন রানার্সআপ হলে তাদের দেখা হতে পারে কেবল ফাইনালে।
যদি কোনো দল সেরা তৃতীয় হয়ে নকআউটে ওঠে, তাহলে ব্র্যাকেট সম্পূর্ণ বদলে যাবে—এক্ষেত্রে কবে মুখোমুখি হতে পারে তা আগে বলা অসম্ভব।
সমর্থকদের স্বপ্নের ব্রাজিল–আর্জেন্টিনা লড়াই তাই নির্ভর করছে নকআউটের জটিল সমীকরণের ওপর।











