টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।
দেলদুয়ার উপজেলা জামায়াতের আমীর আল মোমেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনে নির্বাচন পরিচালনা পরিচালক রাশেদুল হাসান, এবং জামায়াত প্রার্থী ডা. হামিদের ছেলে ব্যারিস্টার হাসনাত জামিল। সমাবেশে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
বক্তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিকভাবে সতর্ক থাকারও পরামর্শ দেন।
প্রধান অতিথি ডা. আব্দুল হামিদ বলেন,“আগামী সংসদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। বিভিন্ন বাধা-বিপত্তি সত্ত্বেও আমরা নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছি। নির্বাচিত হলে জনগণের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”











