নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
টাঙ্গাইল ক্লাবের ২০২১-২২ দ্বি-বার্ষিক নির্বাচনে অমল-খোকা-রোকন পরিষদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে অমল চন্দ্র বসাক, সাধারণ সম্পাদক পদে আব্দুর রউফ খান রোকন জয় লাভ করেছেন।
হামিদ-সম্রাট-হারুন পরিষদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে আব্দুল হামিদ ও সহ-সাধারণ পদে আজগর আহমেদ খান সেলিম জয় লাভ করেছেন।
সহ-সভাপতি পদে অমল চন্দ্র বসাক ও জহিরুল ইসলাম খান সম্রাট দু’জনেই ৬২ ভোট পাওয়ার কারণে লাটারীর মাধ্যমে বিজয়ী হন অমল চন্দ্র বসাক।
দ্বিতীয় সহ-সভাপতি পদে আব্দুল হামিদ ভোট পান ৭৪টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল আলম খোকা পান ৪৪টি ভোট।
সাধারণ সম্পাদক পদে আব্দুর রউফ খান রোকন পান ৬২ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর-রশিদ পান ৬১ ভোট।
১ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন আব্দুর রউফ খান রোকন।
সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. অমিত প্রকাশ নিয়োগীকে অল্প ভোটের ব্যবধানে আজগর আহমেদ খান সেলিম তাকে পরাজিত করেন।
সাহিত্য সম্পাদক পদে শামসুল হক সাম্য ৪ ভোটের ব্যবধানে খন্দকার মাসুদুর রহমান মাসুদকে পরাজিত করেন।
ক্রীড়া সম্পাদক পদে বাবুল খান মোস্তাফিজুর রহমান খান মজনুকে পরাজিত করেন।
কার্যকরী সদস্য পদে হামিদ-সম্রাট-হারুন-সেলিম পরিষদ থেকে নির্বাচনে বিজয়ী হয়েছেন এএম শফিউর রহমান, অ্যাড. মনিরুজ্জামান সেলিম, মির্জা শাহাদত হোসেন, নূরুল ইসলাম বাদল, শফিকুল ইসলাম সোনা, সালামত হোসেন খান দিলু।
সালামত হোসেন খান দিলু ও শফিকুল ইসলাম বুলবুল সমান ৬৪ ভোট পেলে লটারীর মাধ্যমে সালামত হোসেন খান দিলু নির্বাচিত হন।
আর অমল-খোকা-রোকন পরিষদ থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুল্লাহেল ওয়াছেক আলম, কামরুজ্জামান খান, মোস্তাকিন ভূঁইয়া সুহাস ও অধ্যাপক শফিউল আজম খান আজাদ।
টাঙ্গাইল ক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম।
নির্বাচন কমিশনার ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ কামাল। সম্পাদনা – অলক কুমার