আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা এনইআইআর চালু হচ্ছে। টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা জোরদার ও অনিবন্ধিত মোবাইল ব্যবহার বন্ধ করতে এ উদ্যোগ নিচ্ছে সরকার।
ব্যবস্থা চালু হলে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদন ছাড়া আমদানি করা ফোন দেশের মোবাইল নেটওয়ার্কে চালু থাকবে না। তবে সরকার জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে কেনা কোনো মোবাইল ফোন বন্ধ করা হবে না।
এ ঘোষণার পর অনিবন্ধিত ফোনের দাম বাড়তে পারে— এমন আশঙ্কায় পছন্দের ফোন কিনতে দোকানগুলোতে ক্রেতার চাপ বেড়েছে। ক্রেতারা বলছেন, অতিরিক্ত শুল্ক ও ভ্যাটের কারণে অফিশিয়াল ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
অন্যদিকে ব্যবসায়ীরা ফোনসেট আমদানিতে ৫৭ শতাংশ পর্যন্ত শুল্ক প্রত্যাহারের দাবি তুলেছেন। তাদের দাবি, অস্বাভাবিক শুল্ক কমানো, সিন্ডিকেট প্রথা বন্ধ, এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা এবং ফোন আমদানির সুযোগ সহজ করা প্রয়োজন।
১ ডিসেম্বর সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির বৈঠকে সিদ্ধান্ত হয়— বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড থাকা প্রবাসীরা ট্যাক্স ছাড়া তিনটি ফোন আনতে পারবেন। পাশাপাশি ক্লোন ফোন, রিফারবিশড মোবাইল এবং চুরি বা ছিনতাই করা ফোন আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।











