আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে নিবন্ধনবিহীন ও অবৈধ মুঠোফোন স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—বিটিআরসি। তবে বর্তমানে ব্যবহৃত কিংবা ১৬ ডিসেম্বরের আগে কেনা কোনো বৈধ হ্যান্ডসেট বন্ধ হবে না।
বিটিআরসি জানায়, নতুন নিয়মে শুধুমাত্র অনুমোদিত, মানসম্মত এবং বৈধভাবে আমদানিকৃত মোবাইলই নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। ক্লোন আইএমইআই, চোরাচালান বা অবৈধভাবে আনা ফোন আর নেটওয়ার্কে সচল হবে না।
নতুন ফোন কেনার আগে গ্রাহকদের অবশ্যই সেটটির বৈধতা যাচাই করতে হবে এবং ক্রয় রসিদ সংরক্ষণ করতে হবে। বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হবে।
বৈধতা যাচাই করতে মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫-অঙ্কের আইএমইআই নম্বর পাঠাতে হবে ১৬০০২ নম্বরে। ফিরতি বার্তায় জানানো হবে ফোনটি বৈধ কি না।
ব্যক্তিগতভাবে বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন প্রথমে নেটওয়ার্কে সচল থাকবে। পরে এসএমএসের মাধ্যমে ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। neir.btrc.gov.bd পোর্টালে অ্যাকাউন্ট খুলে আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলে বৈধ ফোন নিবন্ধিত হবে। অবৈধ ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।










