তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এ ধরনের আক্রমণ করা হচ্ছে। তিনি বলেন, মানুষ যত বেশি নির্বাচনমুখী হচ্ছে, ততই নির্বাচনের পরিবেশ ভীতিকর করতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, সরকার জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক আক্রমণের উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশ সুরক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। যদিও গণমাধ্যম সব সময় গণতন্ত্র চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে, তবে ওই সময় সঠিক তথ্য প্রচারে ঘাটতি ছিল। অনেক ক্ষেত্রে তথ্য প্রচার করা হয়নি, বা করতে দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, তথ্য অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে, বিকৃত নয়। সরকার শক্তিশালী ও গণমুখী গণমাধ্যম দেখতে চায়, যেখানে তথ্যের খণ্ডিত বা বিভ্রান্তিকর উপস্থাপন থাকবে না।
অজামিনযোগ্য মামলায় জামিন প্রসঙ্গে তিনি বলেন, বিচারক চাইলে জামিন দিতে পারেন অথবা আসামিকে কারাগারে পাঠাতে পারেন। একদিকে বলা হয় বিনা বিচারে মানুষকে জেলে রাখা হয়েছে, আবার অন্যদিকে জামিন দেওয়া নিয়েও সমালোচনা করা হয়, যা একটি দ্বৈত অবস্থান।
সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ ঘটনায় সরকারের দৃঢ় অঙ্গীকার রয়েছে। তবে ঘটনাটি অনেক পুরোনো হওয়ায় তথ্য-প্রমাণ ও আলামত সংগ্রহে জটিলতা তৈরি হয়েছে। তবুও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।











