রাজধানী ঢাকায় আত্মগোপনে থাকা দোহারের মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি এম এ হান্নানকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কাঁটাবন এলাকায় ঘোরাফেরা করার সময় তাকে জনতা আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদল তরুণ হান্নানকে আটক করে তাকে পিটুনি দেন এবং পরে নিউমার্কেট থানায় হস্তান্তর করেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, “হান্নানকে জনতা পুলিশে দিয়েছে। তিনি দোহার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, “হান্নানের বিরুদ্ধে দোহার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। খুব দ্রুত তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।”
স্থানীয়রা জানান, এম এ হান্নান সাবেক ভূমি নিবন্ধন মহাপরিচালক (আইজিআর) খান আব্দুল মান্নানের ছোট ভাই। এছাড়া মান্নান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ঘনিষ্ঠ। ভাইয়ের প্রভাবেই ২০২২ সালে হান্নান বিনা ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এলাকার সম্পদে ব্যাপক বৃদ্ধি ঘটে। ৫ আগস্ট, আওয়ামী লীগের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।











