কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে র্যাবের অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারী শাওন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শাওনের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কালিহাতি উপজেলার ফুলতলা উত্তরপাড়া এলাকায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাবের বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদীর মেয়ে ভিকটিম মাদ্রাসা পড়ুয়া এবং আসামি শাওন একই এলাকার বাসিন্দা। শাওন ভিকটিমকে আগে থেকে চেনা থাকায় তাকে মাদ্রাসায় যাওয়ার পথে প্রেমের প্রস্তাবসহ নানা ভাবে উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাবে ভিকটিম রাজি না হওয়ায় শাওন ও সহযোগীরা তাকে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করত।
গত ৬ ডিসেম্বর ভিকটিম যখন মাদ্রাসায় যাচ্ছিলেন, তখন শাওনসহ অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজি গাড়িতে তুলে অপহরণ করে। ভিকটিমের মা ১৫ ডিসেম্বর কালিহাতি থানায় অপহরণের মামলা দায়ের করেন।
র্যাবের তৎপরতায় শাওনকে উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।











