টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, “দিল্লিতে বসে মানুষ খুনের নকশা করা হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে, একইভাবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকেও গুলি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। যারা তাকে গুলি করেছে, তারা ভারতে পালিয়ে গেছে। কীভাবে তারা পালালো, সে বিষয়ে প্রশাসনকে জবাব দিতে হবে।”
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, “নির্বাচন বানচালের জন্য যদি ভারতে বসে ষড়যন্ত্র করা হয়, আর বাংলাদেশের মানুষ চুপ করে বসে থাকে—তা হবে না। এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ওই খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই করবে, ইনশাল্লাহ।”
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল পৌর শহরের দিঘুলীয়া বেপারী পাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে টুকু বলেন,
জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটের অধিকার আবার নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি করে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। সুস্থ অবস্থায় তিনি কারাবরণ করেছেন, আর অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে কারাগার থেকে বের হতে হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, “বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি। কারণ বিএনপি জনগণের দল। দেশনায়ক তারেক রহমান সবসময় আমাদের জনগণের পাশে থাকার নির্দেশ দেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়েই জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠিত হবে।”
টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, টাঙ্গাইলকে নতুনভাবে সাজানো হবে। এখানে সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকের কোনো স্থান থাকবে না। বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করা হবে।
টাঙ্গাইল শহর বিএনপির নেতা রুহুল আমিন সিরাজীর সভাপতিত্বে আয়োজিত এ দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সহসভাপতি আসলাম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জেলা ও শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











