ঘাটাইল
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত শহীদ–মাসুম–আলভী পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ঘাটাইল উপজেলার জাফরান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সংবর্ধনা কমিটির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সহিদুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলী খান মাসুম, সহসভাপতি মাওলানা হারুন অর রশিদ, খন্দকার মশিউর রহমান, কানু চন্দ বসাক, তারা মিয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাজ্জাদ হোসেন, মাহবুব রহমান খান, নাছির উদ্দিন, শরিফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আলভী মাহমুদ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম মাস্টার, জসিম সিকদার, আফজাল হোসেন, একে এম ফজলুল করিম বুলবুল, মনির সা’দত, আমিনুল ইসলাম ভূইয়া, আবু সায়েম, ইমরান হোসেন, হাফেজ আব্দুল লতিফ, এস এম মঞ্জুরুল ইসলাম, আলমগীর হোসেন খান, মঞ্জুরুল হক, মাওলানা জুলহাস উদ্দিন, আব্দুল কদ্দুস, আঃ রহিম, রফিকুল ইসলাম, মুনসুর হেলালসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবর্ধনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা।











