খবর বাংলা
,
ডেস্ক
সুদানের আবেই এলাকায় গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (UNISFA) আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় প্রাণ হারান ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী। স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে সংঘটিত এ হামলায় ৮ জন আহত হন। আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় নিহত শান্তিরক্ষীদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম মরদেহ গ্রহণ করেন। আগামীকাল যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপটারে মরদেহ তাদের নিজ নিজ ঠিকানায় নেওয়া হবে এবং সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন হবে।
নিহত শান্তিরক্ষীরা হলেন—
-
কর্পোরাল মোঃ মাসুদ রানা: এএসসি (নাটোর)
-
সৈনিক শামীম রেজা: বীর (রাজবাড়ি)
-
সৈনিক মোঃ মমিনুল ইসলাম: বীর (কুড়িগ্রাম)
-
সৈনিক শান্ত মন্ডল: বীর (কুড়িগ্রাম)
-
মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
-
লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)
হামলায় আহত ৮ জন শান্তিরক্ষীর মধ্যে সৈনিক মোঃ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর, তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বাকিরা বর্তমানে শঙ্কামুক্ত এবং একজন ইতিমধ্যেই হাসপাতাল ত্যাগ করেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী সুদানের এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে এক শোকবার্তায় বলেছে, নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল নিদর্শন। শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











