খবর বাংলা
,
ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে টাঙ্গাইলের তিনটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৬ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তারা নিজ নিজ নির্বাচনী অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন: বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। তবে এ আসনে মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী এবং বিএনপি থেকে বহিষ্কৃত অবসরপ্রাপ্ত কর্নেল আসাদুল ইসলাম আজাদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন: দলের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ আসনে মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোরহাব ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ফিরোজ হায়দার খান মনোনয়নপত্র তুলেছেন।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন: বিএনপির মনোনয়ন পেয়েছেন ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনয়ন দাবি করা সালাউদ্দিন আলমগীর রাসেল এবং বিএনপি থেকে বহিষ্কৃত সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শেখ হাবিব।
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ পর্যন্ত ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৬ জনকে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তথ্য সূত্র : যুগান্তর











