খবর বাংলা
,
ডেস্ক
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সংগ্রামে বিএনপির সঙ্গে এলডিপি যুগপৎভাবে অংশগ্রহণ করেছে এবং এখনও সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি নিশ্চিত করেছেন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে এলডিপির জোট প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এলডিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নরসিংহপুর জামে মসজিদ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“যুগপৎ আন্দোলনে বিএনপির সহযোগী হিসেবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমি এই আসনের প্রার্থী। এই আসনে ধানের শীষের প্রতীক থাকবে না। তাই বিএনপির নেতা-কর্মীদের সব ভেদাভেদ ভুলে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
সভায় উপস্থিত ছিলেন বাড়েরা ইউনিয়ন এলডিপির সভাপতি জালাল উদ্দিন কালার, সিনিয়র সহ-সভাপতি আলী মেম্বার, সহ-সভাপতি হাজী সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, সহ-সাংগঠনিক সম্পাদক কবির মেম্বার, পৌর গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নসু মিয়া, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি রাসেল মাহমুদ এবং উপজেলা ছাত্রদল নেতা অরুণ সরকার বকুল।
তথ্য সূত্র : যুগান্তর











