খবর বাংলা
,
ডেস্ক
গোপালগঞ্জে গত চার দিনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মী স্বেচ্ছায় দলীয় পদ-পদবি ত্যাগ করেছেন। প্রতিদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পদত্যাগ ঘোষণা করেছেন এবং জানিয়েছে, এবার থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা বিশ্বাস, মুকসুদপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী শেখ, সহসভাপতি আহাদ মোল্যা, সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ, প্রচার সম্পাদক আকবর শেখ, সাংস্কৃতিক সম্পাদক দুলাল শেখ, সদস্য রাজু শেখ, সাজ্জাদ শেখ ও ইমরান কাজী। এছাড়া মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া এবং একই ইউনিয়নের অন্যান্য পদে দায়িত্বরত নেতাকর্মীরাও পদত্যাগ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তোতা বিশ্বাস। তিনি বলেন, “আমাকে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করা হয়েছিল। তবে শারীরিক অসুস্থতা ও সংগঠনের কার্যক্রমে অপ্রয়োজনীয় অংশগ্রহণের কারণে আমি পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।”
অন্যদিকে, মুকসুদপুরে সোমবার ১৪ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে ৮ জনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ। তিনি বলেন, “আমরা ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দলীয় সকল পদ-পদবি ছাড়ছি। আজ থেকে আমাদের আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই।”
একই দিন বিকেলে বানিয়ারচর সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে আরও ৬ নেতা পদত্যাগের ঘোষণা দেন। জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া লিখিত বক্তব্যে বলেন, “আমরা স্বেচ্ছায় দলীয় সব পদ এবং কর্মকাণ্ড থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হব না।”
তথ্য সূত্র : কালের কণ্ঠ











