দেলদুয়ার
,
সংবাদ দাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুয়েল সরকার। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জোহরা সুলতানা যূথীর কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
দেলদুয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা জানান, সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত দেলদুয়ার উপজেলা থেকে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারী অন্য প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ, বিএনপি নেতা রিপন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, টাঙ্গাইল-৬ আসনে এবার একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











