টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
ইয়ং টাইগার্স (অনূর্ধ্ব-১৮) জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় নর্থ পর্বে টাঙ্গাইল ভেন্যুতে কিশোরগঞ্জ ২ উইকেটে মানিকগঞ্জকে পরাজিত করেছে। অন্যদিকে জামালপুর ভেন্যুতে শেরপুর জেলা ৩৮ রানে টাঙ্গাইল জেলাকে হারিয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে ডাবল লিগ ভিত্তিতে একযোগে তিনটি ভেন্যুতে টুর্নামেন্টের খেলা শুরু হয়। টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত “বি” গ্রুপের ম্যাচে কিশোরগঞ্জ জেলা দল মানিকগঞ্জকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে। এই গ্রুপের অপর দল হলো জামালপুর জেলা।
অন্যদিকে “সি” গ্রুপের খেলায় জামালপুর ভেন্যুতে টাঙ্গাইল জেলা দল ৩৮ রানে শেরপুর জেলার কাছে পরাজিত হয়। এই গ্রুপের তৃতীয় দল নেত্রকোনা জেলা।
“এ” গ্রুপে কিশোরগঞ্জ ভেন্যুতে নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহ জেলা একে অপরের মুখোমুখি হচ্ছে। তিনটি ভেন্যুর চ্যাম্পিয়ন দল এবং সেরা রানার্সআপ দল কিশোরগঞ্জ ভেন্যুতে সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালের বিজয়ী দলগুলো আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখে ফাইনালে মুখোমুখি হবে।
সকালে টাঙ্গাইল ভেন্যুতে কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার মধ্যকার উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। জেলা প্রশাসক শরীফা হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তর উদ্বোধন করার কথা থাকলেও ব্যস্ততার কারণে তারা উপস্থিত থাকতে পারেননি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নর্থ বিভাগীয় কোচ আরাফাত রহমান, জেলা এডহক কমিটির সদস্য ও ক্রিকেট কোচ ইসলাম খান ও আব্বাস আলী সরকারসহ সংশ্লিষ্ট জেলা দলের কোচ ও ম্যানেজাররা।
জামালপুর ভেন্যুর ম্যাচে টস জিতে টাঙ্গাইল অনূর্ধ্ব-১৮ দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শেরপুর অনূর্ধ্ব-১৮ দল নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইয়াকুব সর্বোচ্চ ৭৭ রান করেন। টাঙ্গাইলের বোলারদের মধ্যে মাফি ও নক্ষত্র দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে টাঙ্গাইল জেলা দল ৩০ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রানে গুটিয়ে যায়। ফলে ৩৮ রানে ম্যাচ হারে টাঙ্গাইল। দলের পক্ষে এহসানুল হক ৩২ ও রাকিব ২৫ রান করেন। শেরপুরের বোলার ফয়সাল তিনটি উইকেট দখল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।











