খবর বাংলা
,
ডেস্ক
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি খালেদা জিয়াকে ‘দাদু’ সম্বোধন করে ছোটবেলার একটি ছবি প্রকাশ করেন এবং দেশে ফিরে তাঁর পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।
পোস্টে জাইমা রহমান লিখেছেন, দেশে ফিরে তিনি ‘দাদু’র পাশে থাকতে চান এবং এই সময়ে তাঁর বাবা তারেক রহমানকে সর্বাত্মক সহায়তা করতে চান। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়াকে নিয়ে তাঁর সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হলো পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক হিসেবে তাঁর ভূমিকা।
শৈশবের একটি ঘটনার কথা স্মরণ করে জাইমা লেখেন, একবার স্কুল ফুটবল টুর্নামেন্টে জয়ী হয়ে মেডেল পাওয়ার পর মা তাঁকে সরাসরি খালেদা জিয়ার অফিসে নিয়ে গিয়েছিলেন। সেখানে নিজের অর্জনের গল্প শোনানোর সময় খালেদা জিয়া মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং সেই গল্প অন্যদের কাছেও গর্বের সঙ্গে বলতেন।
তিনি আরও লেখেন, লাখো মানুষের কাছে খালেদা জিয়া ছিলেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু পরিবারের কাছে তিনি ছিলেন শুধু ‘দাদু’। পরিবারের সদস্যদের জন্য সময় বের করা, তাদের খেয়াল রাখা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সাহস জোগানোই ছিল তাঁর স্বভাব। এসব ছোট ছোট মুহূর্ত থেকেই নেতৃত্বের প্রথম শিক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন জাইমা রহমান।
ফেসবুক পোস্টে তিনি জানান, বাংলাদেশের বাইরে কাটানো ১৭ বছর তাঁর জীবনকে নানা দিক থেকে বদলে দিয়েছে। লন্ডনের দিনগুলো তাঁকে বাস্তববাদী ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন করেছে, তবে তাঁর হৃদয় সবসময় বাংলাদেশেই ছিল। আইন পেশায় কাজ করার অভিজ্ঞতা তাঁকে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ শিখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জাইমা রহমান আরও লিখেছেন, তিনি তাঁর দাদাকে কখনো দেখেননি, তবে তাঁর সততা ও দেশপ্রেমের কথা সবসময় শুনে এসেছেন। সেই আদর্শই তাঁর ‘দাদু’ ও ‘আব্বু’ বহন করে চলেছেন বলে মন্তব্য করেন তিনি। চব্বিশের গণঅভ্যুত্থান এবং ৫ আগস্টের আগে-পরে নেপথ্যে থেকে যতটুকু পেরেছেন, ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলেও জানান।
পোস্টের শেষ অংশে জাইমা লেখেন, অনেক বছর পর দেশে ফেরা মানে আবেগ আর অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। তিনি দেশের মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে চান এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য ভূমিকা রাখতে চান।
উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন বেলা ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











