খবর বাংলা
,
ডেস্ক
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিল সংগ্রহে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, মাত্র সাত ঘণ্টায় ১২ লাখ টাকারও বেশি সহযোগিতা পেয়েছেন।
ডা. তাসনিম জারা বলেন, “এত দ্রুত এবং বড় পরিমাণে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, তা আমাদের কল্পনার বাইরে ছিল। আপনার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। আমাদের মোট লক্ষ্য ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা, আর ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই ফান্ডরেইজিং বন্ধ করা হবে।”
তিনি আরও জানান, রাত ২টার পর বিকাশ লিমিট অতিক্রমের কারণে আপাতত আর অনলাইনে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। তবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এখনো তহবিল প্রদান করা যাচ্ছে। এই তহবিল সংগ্রহ নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











