টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
স্বেচ্ছাসেবী সংগঠন দশমিকের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল পৌর এলাকার একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দশমিকের সহ-সভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিলয় সাহা, সাংগঠনিক সম্পাদক ত্রিজান চৌহান, কোষাধ্যক্ষ মিমি, কার্যকরী সদস্য সুইটি, শান্তা, মীমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এক বছরের কার্যক্রমের ভিত্তিতে সংগঠনের কয়েকজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দশমিকের সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী। তারা নিজেদের টিফিন ও হাতখরচের টাকা জমিয়ে সমাজসেবামূলক নানা উদ্যোগ বাস্তবায়ন করে থাকেন।
সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে বস্তি এলাকার ছিন্নমূল পথশিশুদের নিয়ে পিঠা উৎসব আয়োজন, করোনা মহামারির সময় পথচারীদের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি। এছাড়া শীতবস্ত্র বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ঈদ উপহার প্রদান, মেহেদী উৎসব, ইফতার বিতরণ ও এক বেলার আহারের মতো মানবিক কর্মসূচিও পরিচালনা করেছে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সদস্যদের পুরস্কৃত করা হয়। এ সময় সমাজের সব স্বেচ্ছাসেবীদের জন্য শুভকামনা জানানো হয় এবং ভবিষ্যতে দশমিক আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।











