মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ফ্লাইওভারের পশ্চিম পাশে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম জানা যায়নি। তবে পুলিশ জানায়, তিনি গোড়াই সাউথ ইস্ট কারখানার কর্মী ছিলেন।
দুর্ঘটনার তথ্য অনুযায়ী, সকাল সোয়া ৭টার দিকে মোটরসাইকেল চালক মহাসড়কের ধীরগতির লেনে ঢাকার দিকে যাচ্ছিলেন। দেওহাটা ফ্লাইওভারের কাছে পৌঁছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘আলোকিত মধুপুর’ ধীরগতির লেনে প্রবেশ করে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতের পরিচয় সম্পর্কে গোড়াই সাউথ ইস্ট কারখানার তথ্যের ভিত্তিতে প্রাথমিক ধারনা পাওয়া গেছে। পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।











