বাসাইল
,
সংবাদ দাতা
দীর্ঘ ১৯ বছর ধরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণ থমকে আছে। ফলে উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ এখনও মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৬ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার গেজেট জারি হওয়ার পর সোনার বাংলা কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ভবন নির্মাণ শুরু করে। তবে সরকারি নানা প্রশাসনিক জটিলতার কারণে নির্মাণ কাজ প্রায় ৭০ শতাংশে থেমে যায় এবং দীর্ঘ ১৯ বছর ধরে আংশিক অবস্থাতেই রয়েছে।
বাসাইল হাসপাতালের অবকাঠামোর সংকটের কারণে সামান্য কাটাছেঁড়ার রোগীরও টাঙ্গাইল রেফার করা হয়। স্থানীয়রা জানাচ্ছেন, হাসপাতালের ২৭ জন ডাক্তার থাকলেও তাদের বসার পর্যাপ্ত জায়গা নেই। এক রুমে গাদাগাদি করে রোগীদের সঙ্গে চিকিৎসা সেবা দিতে হচ্ছে, যা রোগীর গোপনীয়তা রক্ষা করা অসম্ভব করছে।
এলাকাবাসী অভিযোগ করেছেন, “মানুষের মৌলিক চাহিদার অন্যতম স্বাস্থ্যসেবা হলো চিকিৎসা। দেশের অন্য সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা নিশ্চিত হলেও বাসাইলে তা সম্ভব হচ্ছে না। ডাক্তার, নার্স ও যন্ত্রপাতি সব আছে, কিন্তু অবকাঠামো নেই।”
চিকিৎসকরা জানিয়েছেন, “আমরা যতোটা সম্ভব স্বাস্থ্যসেবা দিচ্ছি, তবে নতুন ভবন থাকলে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হতো।” বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষও জানান, প্রতি তিন মাসে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবকাঠামোর বিষয়টি জানানো হচ্ছে, কিন্তু কোনো সমাধান হয়নি। তাই এখনো পুরোপুরি স্বাস্থ্যসেবা কার্যকরভাবে দেওয়া সম্ভব হচ্ছে না।











