খবর বাংলা ডেস্ক :
কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর জন্য আপিল বিভাগের চেম্বার আদালত থেকেও স্বস্তির কোনো বার্তা আসেনি। ঋণখেলাপি হিসেবে তাকে বহাল রেখেছে আদালত। ফলে আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তার বাধা এখনো কাটেনি।
বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মামলার রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে বিষয়টি নিষ্পত্তি করতে বলা হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের পক্ষে দায়ের করা বক্তব্যে ব্যাংকের আইনজীবী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে তিনি ঋণখেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে সেই আদেশ প্রত্যাহারের আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী, তবে সর্বশেষ শুনানিতে আদালত তার পক্ষে কোনো আদেশ দেননি।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তথ্য সূত্র : যমুনা টিভি










