খবর বাংলা ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের আসন্ন নির্বাচনের জন্য নতুন নির্বাচনী থিম সং প্রকাশ করেছে। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অনুষ্ঠানে গানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
থিম সংটিতে ‘ভোট দিবেন কিসে ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে সুরে গেঁথে গান আকারে প্রকাশ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, “পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন দৃঢ়, তেমনি আমরা এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি—‘বাংলাদেশি জাতীয়তাবাদ’, যার প্রতীক ধানের শীষ। এই প্রতীক শেখ হাসিনা মুছে দিতে পারেননি, তেমনি আর কেউ পারবে না। মানুষ হৃদয়ে হৃদয়ে এই প্রতীক ধারণ করে রেখেছে।”
উল্লেখযোগ্য, এই থিম সংটি দলের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হবে এবং ভোটারদের মধ্যে জাতীয়তাবাদী চিন্তাধারার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এটি তৈরি করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











