টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
খেলায় পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে টাঙ্গাইল এক্সপ্রেস ক্লাব। স্টাইকার মনিরের অসাধারণ দুই গোলে নাগরপুর নজরুল সেনা দলকে ৩-১ ব্যবধানে পরাজিত করে ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সন্তোষ এলাকার রথখোলা মাঠে অনুষ্ঠিত হয় ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি।
খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ম্যাচের ১১ মিনিটে নাগরপুর নজরুল সেনা ক্লাব এগিয়ে যায়। মধ্যমাঠের খেলোয়াড় সজিবের নেওয়া ফ্রি কিক টাঙ্গাইল এক্সপ্রেসের গোলরক্ষক ফিরোজ ঠিকমতো ধরতে ব্যর্থ হলে মিরাজ বলটিতে টোকা দিয়ে জালে পাঠান (১-০)।
এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে আসে টাঙ্গাইল এক্সপ্রেস। আইভরি কোস্টের স্ট্রাইকার ওমা একটি বিক্ষিপ্ত আক্রমণ থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)। সমতায় ফেরার পর টাঙ্গাইল এক্সপ্রেসের আক্রমণের গতি আরও বেড়ে যায়।
এরপর ম্যাচের ৫৩ ও ৭২ মিনিটে দুরন্ত স্টাইকার মনির টানা দুইটি গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে টাঙ্গাইল এক্সপ্রেস।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) একই মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভূঞাপুর উপজেলার নজরুল সেনা ক্লাব সখীপুর ফুটবল ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহৃবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া চান, মহিলা ফুটবল কোচ ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কামরুন্নাহার খান মুন্নীসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।











