সখীপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিন) রোববার বিকেলে বাসাইল উপজেলার বাংড়া বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত করেছেন।
সভায় প্রধান অতিথি ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল নিজেই। সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বাদল মিয়া, সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা সকলকে সালাউদ্দিন আলমগীর রাসেলকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান। জনসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রার্থীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন, “আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। বাসাইল-সখীপুরকে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি এমপি হিসেবে নির্বাচিত না হলেও আপনাদের পাশে সব সময় থাকবো। আশা করছি নির্বাচনী জয়ী হয়ে আপনাদের সাথে কাজ করতে পারব।”











