খবর বাংলা ডেস্ক :
নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া বা নারীদের লাঞ্ছিত করার ঘটনা ঘটলে তা প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতের আদর্শিক প্রচারণায় কারও বাধা দেওয়ার এখতিয়ার নেই এবং মা-বোনদের গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করা হবে। তিনি ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশ জিতবে, আর হেরে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।
জামায়াত আমির আরও বলেন, যারা নির্বাচনের আগেই বিরোধী মত দমনে কঠোর হয় এবং নারীদের ওপর নির্যাতন চালায়, তারা ক্ষমতায় গেলে দেশ কতটা নিরাপদ থাকবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় কোনো আপস করা হবে না। এ দেশে জনগণের রাজনীতি হবে, ব্যক্তি বা পরিবারের নয়।
নিরাপদ বাংলাদেশ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হলেও জামায়াত মানুষের পাশে ছিল।
এ সময় তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের প্রভাবের কথা উল্লেখ করে বলেন, ক্ষমতায় গেলে এসব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। বেকার ভাতা নয়, বরং বেকারদের দক্ষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা ও গণশৌচাগার এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











