টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল সদর থানার মইজুদ্দিন (৪৬) হত্যা মামলার প্রধান আসামি মোঃ রবিউল (২৫) গ্রেফতার হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে র্যাবের যৌথ আভিযানিক দল ঢাকা শহরের খিলগাঁও থানার পশ্চিম নন্দীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৫ এপ্রিল রাত ৮টা ২০ মিনিটে ভিকটিম মইজুদ্দ্দিন তার অটোরিকশা নিয়ে যাত্রী তুলতে গিয়েছিলেন। একই এলাকায় বসবাসকারী আসামি মোঃ রবিউলসহ অন্যরা তার সঙ্গে তর্কবিতর্ক শুরু করে। এই সময়ে অভিযুক্তরা মইজুদ্দিনকে মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন দুপুরে তিনি মারা যান।
পরবর্তীতে ভিকটিমের স্ত্রী ১৬ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে র্যাব-১৪, টাঙ্গাইল ও র্যাব-৩, শাহজাহানপুর যৌথভাবে অভিযানের মাধ্যমে রবিউলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে তদন্তকারীর নিকট হস্তান্তর করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











