কালিহাতী
,
সংবাদ দাতা
ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যে আইন ও নীতির মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, তা মানুষের কল্যাণের পরিবর্তে দুর্নীতি, অর্থপাচার ও মানবিক বিপর্যয় ডেকে এনেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিহাতী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫৩–৫৪ বছর ধরে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার কারণেই বাংলাদেশ একাধিকবার দুর্নীতির শীর্ষ তালিকায় উঠে এসেছে। এই ব্যবস্থায় হাজার হাজার মা তাদের সন্তান হারিয়েছেন, দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে এবং তথাকথিত বেগম পাড়ার মতো বিতর্কিত বাস্তবতা তৈরি হয়েছে। স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও নীতিনির্ধারণে বিদেশি তাবেদারির সংস্কৃতি গড়ে উঠেছে বলেও তিনি অভিযোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যে আইন দিয়ে নির্বাচন পরিচালিত হবে, সেই আইন অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হবে। তাই দেশ পরিচালনায় সৎ, ন্যায়পরায়ণ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ইসলামের পক্ষে একটি ভোট মানেই ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া। হাতপাখা প্রতীকে একটি ভোট বাড়লে ইসলামের শক্তিও বৃদ্ধি পাবে।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলী আমজাদ হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এবং প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
এছাড়াও কালিহাতী ও ঘাটাইল উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় অংশ নেন।











