খবর বাংলা ডেস্ক :
ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের পানি ও গ্যাস সংকটকে বড় দুর্ভোগ হিসেবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ নিয়মিত বিল পরিশোধ করলেও সঠিকভাবে পানি ও গ্যাস পাচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান।
বক্তৃতায় তিনি বলেন, অতীতে দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানে বাধা দেওয়া হয়েছে, যার ফলে আজ গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। এই সংকট কাটিয়ে উঠতে নতুন গ্যাসকূপ অনুসন্ধান এবং শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
পানির সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের খাল-বিল শুকিয়ে গেছে এবং উজানে বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। শুধু উত্তরার নয়, সারা দেশের পানির সমস্যা সমাধানে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, উত্তরার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসাসেবার জন্য একটি সরকারি হাসপাতাল জরুরি। ধানের শীষ বিজয়ী হলে উত্তরায় একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’-এ উত্তরার মানুষের ভূমিকার কথা স্মরণ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।
উল্লেখ্য, উত্তরার জনসভার আগে তারেক রহমান গাজীপুর ও ময়মনসিংহে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











