টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর বিকল্প টাঙ্গাইলে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, ২০ বছর টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই সময়ে তিনি ও তার পরিবার সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে শাহীন ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম পিন্টু এসব কথা বলেন। তিনি আরও বলেন, তাঁর ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন। তিনি বিশ্বাস করেন, টুকু টাঙ্গাইলে সততা, নিষ্ঠা ও উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, টাঙ্গাইলের জন্য যোগ্য সংসদ সদস্য প্রয়োজন। অতীতের মতো মান্নান সাহেব, মাহমুদুল হাসান সাহেব ও আব্দুর রহমান সাহেবের মানের একজন প্রতিনিধি টাঙ্গাইলে দরকার। সেই কারণে তিনি ভোটারদের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য রাখেন শাহীন ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মুফতি মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নুর মোহাম্মদ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. কামরুজ্জামান এবং শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের পাশাপাশি উপস্থিত অভিভাবকদের মধ্যে ‘র্যাফেল ড্র’-এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।











