টাঙ্গাইলের নাগরপুরে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্রদের পাশে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে দাড়িয়েছেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
বৃহস্পতিবার (০৭ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের ব্যারিস্টার বাড়িতে তার পক্ষে দরিদ্র ও নি¤œ আয়ের কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দেশের এ সংকটময় সময়ে যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা কর্মহীন মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলে তাদের কষ্ট লাঘব সহজ হবে।
ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিবের চাচাতো ভাই খন্দকার ফাইজুল হাসান শ্যামল বলেন, আমরা ঈদ উপলক্ষে উপজেলার এক হাজার পাঁচশ’ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে আমাদের এ ঈদ উপহার বিতরণ করবো।
ঈদ উপহার বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, মীর টুটুল, আরিফ হোসেন, আসলাম উদ্দিন প্রমুখ।