টাঙ্গাইলের মির্জাপুরে একই পরিবারের ৫ জন সহ ৬ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
আক্রান্তরা হলেন উপজেলার লফিতপুর ইউনিয়নের টাকিয়াকদমা দক্ষিণপাড়ার একই পরিবারের ব্যক্তি (৩৫), তারঁ স্ত্রী (২৭), ছোট ভাইয়ের স্ত্রী (২৮), বোন জামাই (৪৫) ও ভাগ্নে (২০)। অপর ব্যক্তি উয়ার্শী ইউনিয়নের (৪০)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অফিস সূত্র জানান, গত ১৯ মে ২০ জন এবং ২১ মে ১৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় স্বাস্থ্যকর্মীরা। এর মধ্যে উপজেলার টাকিয়াকদমা দক্ষিনপাড়া গ্রামে স্বামী স্ত্রীসহ একই পরিবারের ৫ জন এবং উপজেলার উয়ার্শী ইউনিয়নের এক ব্যক্তি করোনা পজেটিভ রিপোর্ট আসে। এদিকে ঈদ-উল ফিতরের দিন সোমবার এক পুলিশ সদস্যসহ ৬ জন এবং মঙ্গলবার একই পরিবারের ৫ জনসহ ৬ ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার খবরে মির্জাপুরের সর্বত্র আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্যকর্মীরা মির্জাপুর থেকে এ পর্যন্ত ৬৯৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছেন। এর মধ্যে ২১ মে পর্যন্ত ৬৪৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে একজন সংবাদকর্মী, এক পুলিশ সদস্য ও একজন স্বাস্থ্যকর্মীসহ ৩০ জন করোনা পজিটিভ হয়। এদের মধ্যে করোনা পজিটিভ ৫৫ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, ঢাকা ও গাজীপুর জেলার সীমান্তবর্তী হওয়া এবং মানুষ সচেতন না হওয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমন রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য তিনি উপজেলাবাসীকে আহবান জানান।