টাঙ্গাইলে নতুন করে আরো ১৬ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার মোট শনাক্তের সংখ্যা ২৩৫ জন। শনিবার (০৬ জুন) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, গত ০১ জুন তারিখে পাঠানো ১৪৮টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ১৬টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৪, কালিহাতীতে ৩; মির্জাপুরে ৮; ঘাটাইল উপজেলায় ১ জন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস আরো জানায়, গত ২৪ ঘন্টায় আরো ৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলার মোট সুস্থতার সংখ্যা ৬৩ জন। জেলায় নতুন করে কোন করোনা আক্রান্ত রোগী মারা যায়নি। মৃতের সংখ্যা ৫ জনই।
নতুন আক্রান্তদের মধ্যে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছে।
আক্রান্তরা হচ্ছে; সদর উপজেলায় ৪ (টাঙ্গাইল পৌরসভাধীন কচুয়াডাঙ্গা ১, বিশ্বাস বেতকা ১, বেড়াডোমা ১, থানা পাড়ায় বসবাসকারী কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ১); কালিহাতী উপজেলায় ৩ (নাগবাড়ী ইউনিয়নের সোমজানী ২, বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা ১); মির্জাপুর উপজেলায় ৮ (মির্জাপুর বাজার ২, জামুর্কী ইউনিয়নের উফুল্কী ১, মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী ১, গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া ২, ভাওড়া ইউনিয়নের পাহাড়পুর ১, আমরাইল ১) ও ঘাটাইল উপজেলায় ১ (ঘাটাইল সদর ১)।