টাঙ্গাইলে আইন অমান্য করে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও ট্র্যাস্ক টোকেন বিহীন ভাবে মোটরসাইকেল চালানোর দায়ে ১১টি মটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমুদিনী কলেজের সামনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, মটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও ট্র্যাস্ক টোকেন ছিলনা বিধায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৭৬, ৯২ ধারা মোতাবেক ১১টি মটর সাইকেল চালককে ২২০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।