নাগরপুর প্রতিনিধি : নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারী) সকালে দলীয় কার্যালয়ে নাগরপুর উপজেলা ছাত্রদল ও নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।
প্রধান অতিথি গৌতম চক্রবর্তী বলেন, ছাত্রদল হলো বিএনপি’র মূলশক্তি। দলের আগামীর ভবিষ্যৎ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা চিরস্মরণীয়। পুনরায় ছাত্রদলকে আমরা সেই অবস্থায় দেখতে চাই।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আহাম্মদ আলী রানা; হাবিবুর রহমান হবি; ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহম্মেদ; ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা; উপজেলা যুবদলের আহবায়ক ফনির ভূইয়া; সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম দীপন; যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান লাভলু; এলিম মাহমুদ; মহিলা দলের সম্পাদিকা লাইলী আনজুমান ভানু; নাগরপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা; নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান; সাধারণ সম্পাদক মীর খালিদ মাহবুব রাসেল; নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাশার; সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সহ ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।