নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম।
এ সময় ছেলের বাবাকে ৪০ হাজার ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুরে কনের বাড়িতে আয়োজিত বিয়ে বন্ধ করে দেন তিনি।
কনে পৌর শহরের জোবায়দা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বরের নাম শাহ আলম (৩২)।
তিনি একই বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তাদের উভয়ের বাড়ি টাঙ্গাইল পৌরসভার আশেকপুর গ্রামে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, সকালে জানতে পারি, ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে।
পরে সেখানে গিয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে কনের বাবা নূরে আলমকে ১০ হাজার এবং বরের বাবা আব্দুল আজিজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। সম্পাদনা – অলক কুমার