আদালত প্রতিনিধি : টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাতটি পদে বিজয় অর্জন করেছে।
বাকি সাতটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন।
বার সমিতির মিলনায়তনে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাতজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- সভাপতি অ্যাডভোকেট মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুর রহমান, লাইব্রেরি সম্পাদক মো. আজাহারুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃৃতিক সম্পাদক এম. আনোয়ার হোসেন (সখীপুরি)।
নির্বাহী সদস্যরা হলেন- মো. আব্দুল জলিল, ফাহিমা আক্তার ও সুব্রত সাহা।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের দুইটি সহ-সভাপতি, একটি যুগ্ম-সম্পাদক ও ক্রীড়া সম্পাদক সহ সাত প্রার্থী বিজয়ী হয়েছে।
বিজয়ীরা হলেন- সহ-সভাপতি সরকার কবীর উদ্দিন ও মো. জহুর আজহার খান, যুগ্ম-সম্পাদক এস. এম পারভেজ শিমুল, ক্রীড়া সম্পাদক মো. ছারোয়ার হোসেন মারুফ।
বিজয়ী নির্বাহী সদস্যরা হলেন- মো. আরিফুর রহমান খান, মো. আশরাফ আলী মিয়া বাদল ও সাইফুল আসলাম সাঈদ।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বারের সাবেক জিপি অ্যাডভোকেট আনন্দ মোহন আর্য্য।
সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল মালেক খান।
নির্বাচনে ৭৩২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৬৮৪ জন।
এবিষেয় টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক একেএম নাছিমুল আক্তার নাছিম বলেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্পাদনা – অলক কুমার